ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়!

প্রকাশিত: ১৩:৫৫, ২৮ মার্চ ২০২৫

আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়!

ছবি: সংগৃহীত।

সাইফ আলী খানের বাসায় হামলার ঘটনার পর থেকেই তার ও কারিনা কাপুরের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে সেই সময় কারিনা সাইফের পাশে ছিলেন না—এমন মন্তব্যে নেটিজেনদের প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন তিনি। এত দিন চুপ থাকলেও এবার অবশেষে মুখ খুললেন কারিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, "আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়! তার চেয়েও গভীর। আমরা একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান রয়েছে আমাদের মধ্যে।"

কারিনা জানান, তিনি এই নির্ভরতাকে কেবল দাম্পত্য সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চান না। তার ভাষায়, "যখন খুব ক্লান্ত হয়ে কোথাও থেকে ফিরি, তখন এক কাপ কফি বা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসার সময় শুধু সাইফকেই খুঁজি। ও পাশে থাকলেই যথেষ্ট মনে হয়, তখন বাইরে থেকে কোনো বন্ধুকে ফোন করে ডাকার প্রয়োজন পড়ে না। সাইফ এতটাই আমাকে সম্পূর্ণ করে তোলে।"

এদিকে, তাদের বিচ্ছেদের গুঞ্জনও মাঝেমধ্যেই চাউর হয়। তবে কারিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "আমাদের বিশ্বাসের ভিত এতটাই শক্ত যে, সেটি ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি কখনো মনে হয় এই বিশ্বাসে ফাটল ধরেছে, তখনই সম্পর্ক নিয়ে ভাববো।"

কিছুদিন আগে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন সাইফও। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, প্রেম ও বিয়ে দুটোই বুঝেশুনে করা উচিত। তার মতে, "একজন ব্যক্তির বারবার বিবাহবিচ্ছেদ কাম্য নয়।"

সাইফ আরও বলেন, "আমি জানি, অনেক সময় মানুষ একটা পর্যায়ে এসে কোনো বন্ধনে আবদ্ধ থাকতে চায় না। তবে এটাও মনে রাখতে হবে, বিচ্ছেদ ব্যয়সাপেক্ষ ব্যাপার। মোটা অঙ্কের খোরপোষ দেওয়ার সামর্থ্য সবার থাকে না। তাই সম্পর্কের মাঝে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।"

সায়মা ইসলাম

×