
ছবিঃ সংগৃহীত
আজ, ২৮শে মার্চ, দেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের জন্মদিন। তার প্রকৃত নাম মাসুদ রানা, তবে চলচ্চিত্র জগতে তিনি শাকিব খান নামে পরিচিত। পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তিনি শাকিব খান হিসেবে আত্মপ্রকাশ করেন। যদিও সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি, তবে শাকিব তার অভিনয়, নাচ ও ফাইটিং দক্ষতার কারণে ঢালিউডে পরিচিতি লাভ করেন।
এসময় থেকে ধীরে ধীরে শাকিব খান নিজেকে পরিণত করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উপস্থিতি ও কর্ম দক্ষতার কারণে অনেক প্রযোজক এবং পরিচালক তাকে নায়কের চরিত্রে দেখতে আগ্রহী। শাকিব এখন একটি সিনেমার জন্য ৩০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
শাকিব খানের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে: ফুল নেব না অশ্রু নেব, ও প্রিয়া তুমি কোথায়, কোটি টাকার কাবিন, প্রিয়া আমার প্রিয়া, কিং খান, বস নাম্বার ওয়ান, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, দেবদাস, মাই নেম ইজ খান, শিকারি, সম্রাট, গলুই, প্রিয়তমা ইত্যাদি।
তথ্যসূত্রঃ https://www.newsg24.com/entertainment-news/29411/
মারিয়া