
ছবি: সংগৃহীত
দোলা, রূপবান, বাপুরাম সাপুড়ে খ্যাত সঙ্গীতশিল্পী মিলা ইসলাম বলেন, আমি যখন ছোট ছিলাম তখন অনেক বাললি ছিলাম। আমি ছোটবেলা থেকেই অনেক লাফালাফি করতাম, এক জায়গায় বসে থাকতাম না।
তিনি বলেন, এখনো মানুষ আমাকে বলে, ও স্থির থাকে না কেন। আমার মনে হয় এটা আমার জন্য অনেক পজিটিভ। আমার কমেন্ট সেকশনেও সবাই বলে স্থির থাকতে। আমি জানি না মানুষ আমাকে স্থির করতে চায় কেন। আমার মনে হয় আমি স্থির হলে কারো ভালো লাগবে না। আমি চঞ্চল বলেই মানুষ আমাকে পছন্দ করে।
মায়মুনা