
ছবি: সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। কৈশোরে ঢাকা লিগে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে এসএসসি পরীক্ষার কারণে সুযোগ হাতছাড়া হয়। এরপর চট্টগ্রাম লিগে বার্ডস শিপিং কর্পোরেশনের হয়ে সফলভাবে খেললেও একাডেমিক চাপে ক্রিকেট ক্যারিয়ার গুটিয়ে নিতে বাধ্য হন।
সম্প্রতি নিজের পুরনো ক্রিকেটার পরিচয় ফিরে পাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর। তিনি লেখেন, “দীর্ঘদিন পর ক্রিকেটপাগল বন্ধু আসাফের মাধ্যমে খুঁজে পেলাম ক্রিকেটার হিসেবে নিজের রেজিস্ট্রেশন নম্বর। আসাফ অনেক চেষ্টার পর হোয়াটসঅ্যাপে আমাকে ফিরিয়ে দিয়েছে ক্রিকেটার পরিচয়পত্র। কৈশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিলীন হয়ে গেলেও এই ছোট্ট পরিচয়পত্রটি আপ্লুত করেছে আমায়, মনে হলো বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে। বাংলাদেশ ক্রিকেটে আমার আইডি নাম্বার—৩৩৮৯।"
পোস্টে তিনি আরও জানান, ৯১-৯২ মৌসুমে চট্টগ্রাম লিগে অংশ নেয়ার পরপরই এইচএসসি পরীক্ষার কারণে তার ক্রিকেট ক্যারিয়ার থমকে যায়। একই সময়ে প্রেম করে বিয়ে করায় জীবনের দায়িত্বও বেড়ে যায়। ফলে সেনাবাহিনীতে যোগদানের স্বপ্নও হারিয়ে যায়।
এরপর পড়াশোনা, সংসার ও প্রতিষ্ঠার সংগ্রামে কেটে যায় বহু বছর। অবশেষে সংগীত জগতে জনপ্রিয়তা পান তিনি, যদিও গান তার সবচেয়ে দুর্বল জায়গা ছিল বলে উল্লেখ করেছেন।
নিজের হারানো পরিচয় ফিরে পাওয়ায় বন্ধু আসাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ আকবর। তবে দীর্ঘ আড্ডার মাঝেও তারা কোনো ছবি তুলতে পারেননি বলে আক্ষেপও প্রকাশ করেন।
ভক্তরা তার এই আবেগঘন স্মৃতিচারণে বেশ সাড়া দিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, "স্বপ্ন হয়তো বাস্তবায়িত হয় না, তবে তা হৃদয়ে চিরজীবী থেকে যায়।
কানন