
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, অভিনয়ে সাফল্যের চেয়ে সার্থকতাই বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি যমুনা টিভির এক সাক্ষাৎকারে তিনি তার অভিনয়জীবন, দর্শন ও ব্যক্তিগত ভাবনার কথা শেয়ার করেছেন।
জয়া আহসান বলেন, "অভিনয় জগতে টিকে থাকতে হলে একজন শিল্পীকে তার কাজকে ভালোবাসতে হয়, জার্নিটাকে উপভোগ করতে হয়। তাহলেই সত্যিকারের শিল্পী হয়ে ওঠা সম্ভব।"
তিনি আরও জানান, সফলতার চেয়ে তিনি সার্থকতাকে বেশি গুরুত্ব দেন। তার ভাষায়, "সফলতা মানে সবাইকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়া। কিন্তু আমি বিশ্বাস করি সার্থকতা মানে সবাইকে সঙ্গে নিয়ে পথচলা, তাদের মাঝেই নিজেকে খুঁজে পাওয়া।"
নিজের প্রাপ্তি নিয়ে বিশেষ কিছু ভাবতে নারাজ এই অভিনেত্রী। তিনি বলেন, "আপনারা হয়তো মনে করেন, আমার অবস্থানটা গ্ল্যামারাস, কিন্তু ওটা শুধু পর্দার জন্য। বাস্তব জীবনে আমি খুব সাধারণ একজন জয়া।"
চলচ্চিত্র, নাটক ও ওয়েব প্ল্যাটফর্মে একের পর এক সফল কাজ দিয়ে দর্শকদের মুগ্ধ করা জয়া আহসান অভিনয় জগতে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। তবে তার মতে, আসল প্রাপ্তি হলো দর্শকের ভালোবাসা, আর সেটাই তার কাছে সবচেয়ে মূল্যবান।
আসিফ