ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঈদে পারিবারসহ বিনোদন পেতে অবশ্যই ‘জ্বীন ৩’ দেখবেন: নুসরাত ফারিয়া

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৫৭, ২৮ মার্চ ২০২৫

ঈদে পারিবারসহ বিনোদন পেতে অবশ্যই ‘জ্বীন ৩’ দেখবেন: নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানের ঈদে মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জ্বীন ৩’। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জ্বীন ৩ নিঃসন্দেহে একটি ভালো সিনেমা। যদি ঈদে পরিবার নিয়ে একসঙ্গে সিনেমা দেখতে চান, তাহলে এটি হতে পারে দারুণ একটি অপশন।’

নুসরাত ফারিয়া আরও জানান, সিনেমাটিতে রয়েছে বিনোদনের সব উপকরণ—নাচ, গান, প্রেম, রোমান্স, ভয়। ফলে দর্শকদের জন্য এটি হবে এক সম্পূর্ণ প্যাকেজ। প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট দীর্ঘ এ সিনেমা পুরো সময়জুড়ে দর্শকদের বিনোদিত করবে বলে আশা করছেন তিনি।

সিনেমাটির প্রচারণায় যুক্ত থাকা সংশ্লিষ্টরা মনে করছেন, এটি দর্শকদের জন্য ঈদের বাড়তি আনন্দ নিয়ে আসবে। বিশেষ করে পরিবার নিয়ে উপভোগ করার মতো উপাদান থাকায় দর্শকপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা বেশি।

সূত্র : https://www.facebook.com/share/r/1Q98RXiQRZ/

উল্লেখ্য, ‘জ্বীন ৩’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন [পরিচালকের নাম]। এতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা, যার মধ্যে রয়েছেন [অন্য অভিনেতাদের নাম]। ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে [মুক্তির তারিখ] দেশজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

আসিফ

×