ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

“নিশো ভাই তো বসই!” কেন এমন বললেন তমা মির্জা?

প্রকাশিত: ০২:২৮, ২৮ মার্চ ২০২৫

“নিশো ভাই তো বসই!” কেন এমন বললেন তমা মির্জা?

ছবি সংগৃহীত

অভিনেতা আফরান নিশো মানেই অভিনয়ে আলাদা একটা শক্তি, অন্যরকম ক্যারিশমা! তার সহশিল্পীরা প্রায়ই তাকে নিয়ে প্রশংসায় ভাসান। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশোকে নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তমা বলেন, “নিশো ভাইকে নিয়ে নতুন করে আর কী বলবো? নিশো ভাই তো নিশো ভাই। বস তো বসই!”

নিশো শুধু সহশিল্পী নন, অভিভাবকের মতো গাইড করেন! তমা মির্জার মতে, নিশো কেবল ভালো অভিনেতা নন, তিনি সহশিল্পীদের দারুণভাবে গাইড করেন। তার কথায়, “তিনি নির্দেশনা দিয়ে অভিভাবকের মতো গাইড করেন। এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়নি— সবকিছু বুঝিয়ে দেন।”

নিজেরব সম্পর্কে বলতে গিয়ে তমা বলেন, “আমি একটু অস্থির টাইপের মেয়ে। কোনো কিছু হলেই দুশ্চিন্তায় পড়ে যাই, ভাবি— এটা কেন হলো? তখনই নিশো ভাই বলেন, ‘শান্ত হও। সব ঠিক হয়ে যাবে।’”

আশিক

×