
ছবি সংগৃহীত
প্রথমে চরিত্রের প্রেমে পড়তে হয়, তারপর আসে দায়বদ্ধতা এমনটাই মনে করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর ঠিক এই কারণেই তিনি রাজি হয়েছেন নতুন সিনেমা ‘জিম্মি’-তে অভিনয় করতে। তবে শুধু গল্প বা চরিত্রই নয়, রুনা লায়লার প্রেমে পড়ে ‘জিম্মি’ করতে রাজি হয়েছি বলেছেন জয়া আহসান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বলেন, "জিম্মি সিনেমার গল্প খুবই লোকাল, কিন্তু এর গভীরে রয়েছে ইউনিভার্সাল বার্তা। আমরা সবাই কোনো না কোনো কিছুর কাছে জিম্মি। সিনেমাটি দেখার পর দর্শক বুঝতে পারবেন, তারা কার কাছে এবং কী কারণে জিম্মি হয়ে আছেন।"
আশিক