ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

আল্লাহর নাম থাকলে ভাগ্যও সঙ্গ দেয়: নিশো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ২৮ মার্চ ২০২৫

আল্লাহর নাম থাকলে ভাগ্যও সঙ্গ দেয়: নিশো

অভিনেতা আফরান নিশো।

এবার ঈদ-উল-ফিতরে প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তুত আফরান নিশোর ছবি ‘দাগি’। সেন্সরের পরীক্ষা–নিরীক্ষা কাটিয়ে সোমবার (২৪ মার্চ) সিনেমাটি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেট।

জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। 

সম্প্রতি দাগি সিনেমা নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সিনেমাটি সম্পর্কে তার বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি ভাগ করে নিয়েছেন। 

তিনি বলেন, ‘আল্লাহর নাম থাকলে লাক ফেভার করে। সেইজন্যই হয়তোবা দাগি সিনেমায় নিশোর এই চরিত্রটির সাথে ৭৮৬ সংখ্যাটি জড়িয়ে গেছে। সেজন্য আসলে সিনেমাটি দেখতে হবে।’

তার অভিনয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইলে নিশো বলেন, ‘আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ডের নই। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি যে খুব গর্ববোধ করি তেমনটিও নয়। আমি নাগরিক থিয়েটারও পছন্দ করি, ঢাকা থিয়েটারও পছন্দ করি৷ একটা অনুশাসনের মধ্য দিয়ে একজন পারফর্মারের বড় হওয়া অবশ্যই উচিৎ। কারণ সবাই হয়তো আমার মতো সৌভাগ্যবান হবে না।’

মুমু

×