
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, "আমার আসলে মেমোরিগুলো খুব ভালো, আমার শুটের মেমোরিস খুবই ভালো। আমি সত্যিই আশাবাদী যে 'এলেন স্বপন-সিজন ২' আরেকটা ভালো কিছু নিয়ে আসবে। ইন্ডাস্ট্রিতে কিভাবে সামনে থাকতে হয়, সেটাও একটা বিষয়। আপনাকে সামনে থাকতে হবে, আপনাকে মনে রাখার জন্য। এটাই ইন্ডাস্ট্রি।
আমার কাজের ক্ষেত্রে যদি বলি, আমি শুধু গান লিখিনি বা গাইনি, আমি সবসময় আমার গানের সামনেই ছিলাম। যখন আমি গেয়েছি বা লিখেছি, তখন মানুষ আমাকেই দেখেছে। তাই আমার মনে হয়, আমি সবসময় ফ্রন্টে ছিলাম, যা হয়তো আমার ক্ষেত্রে কাজ করেছে।"
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত 'হাউ সুইট' মুভি দেখতে এসে এসব কথা বলেন তিনি যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1293909705026295&rdid=qQQQwpbsNqAutbQ0
ইমরান