
ছবি: সংগৃহীত
বাংলাদেশী অভিনেত্রী ও মডেল মিষ্টি জান্নাত সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার চলচ্চিত্রের অভিজ্ঞতা এবং শাকিব খান সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমি দুবাইয়ে পার্টনারদের সঙ্গে কাজ করি, বন্ধুদের সাথে নয়। আমার চেহারা দেখানো নিয়ে খুব একটা আগ্রহ নেই, কারণ এতে নজর লেগে যায়। আর আমি দুবাই গেলে বাংলাদেশে ফিরে আসার সময় সেই গ্রিনিশ ভাবটা মিস করি।"
এছাড়া, কেন বেশি ছবি করছেন না, এমন প্রশ্নে মিষ্টি জান্নাত বলেন, "শাকিব খান চাইলে বছরে ২০টি ছবি করতে পারে, কিন্তু হয়তো তার মন মানসিকতা এমন নয়। আমি নিজেও বছরে একটা ছবি করতে চাই, যেটি মানুষ দেখার জন্য অপেক্ষা করবে।"
ঈদে কোন সিনেমা দেখবেন, এমন প্রশ্নে মিষ্টি জান্নাত বলেন, "ঈদে অবশ্যই শাকিব খানের ছবি আগে দেখব, সজলের ছবিও আছে, সেটা দেখব। যদি ঈদের পর থাকে তো অবশ্যই।"
শাকিব খান কি দেশের সিনেমা জগত দখল করে ফেলছেন এবং দেশের নায়িকাদের সুযোগ দিচ্ছেন না, এমন প্রশ্নে মিষ্টি জান্নাত তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, "এমন কিছুই নয়। শাকিব খানের জায়গা কখনো অন্য কাউকে দখল করা সম্ভব নয়। যার যার জায়গা তৈরি করে নিতে হয়। নায়িকাদের জায়গায় শাকিব দখল করেনি। আর দেশের বাইরের নায়িকাদের টেস্ট একটু আলাদা হতে পারে, তাই হয়তো তাদেরকে সামনে আনা হচ্ছে।"
এই মন্তব্যের মাধ্যমে মিষ্টি জান্নাত তার অভ্যন্তরীণ চিন্তা এবং শাকিব খান এবং চলচ্চিত্র শিল্প সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
আবীর