
ছবি: সংগৃহীত
পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইছেন সালমান খান। ‘সিকান্দার’-এর প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলেই একসঙ্গে কাজ হবে। অভিনেতার কথায়, ‘আগে দেশের সরকারের তরফে ছাড়পত্র পাওয়া যাক।’ তিনি স্পষ্ট করেছেন যে, এ ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। সালমান বলেন, 'আগে দেশের সরকারের তরফ থেকে ছাড়পত্র পাওয়া যাক। পাক শিল্পীদের ভারতের আসার ভিসা দিক সরকার। আমি তো ওদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কারণ ওরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন। তাই সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।'
উল্লেখ্য, ২০১৬ সালের 'উরি' হামলার পর থেকে ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এর ফলে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান ও মাহিরা খানের মতো শিল্পীরা বলিউডে কাজ করতে পারছেন না।
সালমান খানের এই মন্তব্য পাকিস্তানি শিল্পীদের সঙ্গে পুনরায় কাজ করার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভারত সরকারের অনুমোদনের ওপর।
ফারুক