
ছবি: সংগৃহীত
ঢাকাই নাটকের অভিনেতা মুশফিক আর ফারহান বর্তমানে তার নতুন নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’স ওয়েডিং’-এর শুটিং করছেন। ঈদের বিশেষ নাটকটি আরটিভিতে সম্প্রচারিত হবে এবং এর পরিচালনা করছেন তফিকুল ইসলাম। নাটকটি সম্পর্কে মুশফিক বলেন, "এই নাটকটি ঈদের জন্য প্রস্তুত হচ্ছে, যা আরটিভিতে সম্প্রচারিত হবে।"
ঈদে দর্শকদের জন্য বেশ কিছু কাজ নিয়ে আসছেন মুশফিক। তিনি বলেন, "এই ঈদে বেশ কিছু কাজ হচ্ছে। 'এক্স বয়ফ্রেন্ড’স ওয়েডিং' তো নিশ্চিত, তবে আরেকটি কাজ হচ্ছে 'বাজি'। এরকম আরো অনেক কাজ রয়েছে, তবে সবার নাম এখনই বলা যাবে না, কারণ সেগুলো প্রকাশ না করলে দর্শকদের মাঝে কিছুটা ক্ষোভ সৃষ্টি হতে পারে।"
ঈদের সময় সবার জীবনে বিশেষ একটি মুহূর্ত থাকে, তা হলো ঈদ সালামি। এই বিষয়ে মুশফিক জানান, "ছোটবেলা থেকে আমার ঈদ সালামির অনেক মজার ঘটনা আছে। বিশেষত আম্মুর সঙ্গে আমার প্রতিবারই নানা মজার ঘটনা ঘটে। এবারও ইনশাআল্লাহ কিছু বিশেষ ঘটনা ঘটাবো। গত ঈদে আমি পা ধরে সালামি নিয়েছিলাম, আর এবারের ঈদেও একইভাবে সালামি নেব। যতদিন বাঁচবো, ততদিন আম্মুর কাছ থেকে সালামি পেতে চাই।"
শেষে নাটকটি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে মুশফিক বলেন, "'এক্স বয়ফ্রেন্ড’স ওয়েডিং' এমন একটি প্রোডাকশন যেখানে রোমান্স, কমেডি, এবং ট্রাজেডি সবই থাকবে। আমি আশা করি সবাই কাজটি পছন্দ করবেন।"
সূত্র: https://www.youtube.com/watch?v=B4gO88yNXxw
আবীর