ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ঈমান শক্ত থাকলে কোন বিপদ আসতে পারবে না: নুসরাত ফারিয়া

প্রকাশিত: ১৬:৪৪, ২৭ মার্চ ২০২৫

ঈমান শক্ত থাকলে কোন বিপদ আসতে পারবে না: নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

ঈমান শক্ত থাকলে কোন বিপদ আসতে পারবে না এমন কথা বলে বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্লামার্স লুক আর দারুন কাজের জন্য বরাবরই আলোচনায় থাকেন তিনি। বেশ একটিভ দেখা যায় তাকে। 

সম্প্রতি গণমাধ্যমের সামনে নিজের ছোটবেলার কথা তুলে ধরলেন তিনি। এবং সেখানে এমন এক ধরনের মন্তব্য করলেন। 

নুসরাত ফারিয়া বলেন, ছোটবেলায় আম্মুকে জিজ্ঞেস করতাম মাগরিবের পরে নাকি ছাদে যাওয়া যাবে না এটা কি সত্য? 

তার মায়ের উত্তর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন আম্মু আমাকে বলতো তোমার যদি ঈমান শক্ত থাকে তাহলে কোন ধরনের নেগেটিভ এনার্জি তোমাকে ছুঁতে পারবে না। 

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি।

শিলা ইসলাম

×