ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সিনেমার পর্দায় বন্ধুত্বের সেরা গল্প! বন্ধু-আড্ডা-গানে পরিপূর্ণ এই ৫টি বলিউড মুভি কি দেখেছেন?

প্রকাশিত: ০৮:৩৯, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০৮:৪০, ২৭ মার্চ ২০২৫

সিনেমার পর্দায় বন্ধুত্বের সেরা গল্প! বন্ধু-আড্ডা-গানে পরিপূর্ণ এই ৫টি বলিউড মুভি কি দেখেছেন?

ছবি: সংগৃহীত

জীবনের পথে চলতে গিয়ে বন্ধুত্ব কখনও হয়ে ওঠে ভরসা, কখনও আশ্রয়, কখনও বা নতুন করে বাঁচার প্রেরণা। আর এই সম্পর্কের সূক্ষ্ম আবেগ ও টানাপোড়েনকে বড় পর্দায় অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে বলিউড। বন্ধুত্ব নিয়ে তৈরি এমন কিছু চলচ্চিত্র সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে কালজয়ী। পাঠকদের জন্য রইল বলিউডের এমন পাঁচটি সিনেমার তালিকা, যেগুলো শুধু সিনেমা নয়—বন্ধুত্বের এক জীবন্ত দলিল।


---

দিল চাহতা হ্যায় (২০০১)

তিন বন্ধুর গল্প, যাদের জীবনের পথ আলাদা হলেও হৃদয়ের বন্ধন কখনও ছিন্ন হয় না। গোয়া ভ্রমণ থেকে শুরু করে প্রেম, মনোমালিন্য ও পুনর্মিলন—সবকিছুতেই ধরা পড়ে বন্ধুত্বের নির্যাস। পরিচালক ফারহান আখতারের এই ছবি আজও বন্ধুদের প্রিয় তালিকার শীর্ষে।


---

জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১)

জীবনের অর্থ কী? ভয়কে জয় করার নামই কি প্রকৃত বন্ধুত্ব? তিন বন্ধু স্পেন সফরের পথে সেই সব প্রশ্নের উত্তর খোঁজে। হিউমার, রোমান্স ও আত্মঅন্বেষণের ছোঁয়ায় ছবিটি হয়ে উঠেছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।


---

রং দে বসন্তি (২০০৬)

মুখে হাসি, চোখে স্বপ্ন—কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নে আঘাত হানে বাস্তব। এক ঝাঁক কলেজ পড়ুয়ার হাস্যরসের মধ্য দিয়ে ধীরে ধীরে ফুটে ওঠে তাদের সমাজ সচেতনতা, সাহস ও আত্মত্যাগ। এই ছবির বন্ধুত্ব শুধু হৃদয় ছুঁয়ে যায় না, মনে গভীর দাগ কেটে যায়।


---

কাই পো চে! (২০১৩)

বন্ধুত্ব, বিশ্বাস আর রাজনৈতিক বাস্তবতার জটিলতায় জর্জরিত এক সম্পর্কের কথা বলে ‘কাই পো চে!’। জীবন কতটা নিষ্ঠুর হতে পারে, আর বন্ধুত্বই বা সেই কঠিন সময়ে কতটা সহায়—এই চলচ্চিত্র তার জবাব দেয় সংবেদনশীলভাবে।


---

ছিছোরে (২০১৯)

যেখানে ব্যর্থতা শেখায় সাফল্যের পথ, সেখানে বন্ধুত্বই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সম্বল। কলেজ জীবনের স্মৃতি, হালকা খুনসুটি আর গভীর বার্তা—সব মিলিয়ে ‘ছিছোরে’ এক অনবদ্য অভিজ্ঞতা।


 

বন্ধুত্বের গল্প চিরন্তন। সময় বদলালেও এই সম্পর্কের গায়ে কখনও পুরোনো ধুলোর আস্তরণ পড়ে না। বলিউডের এই সিনেমাগুলো সে কথাই যেন বারবার মনে করিয়ে দেয়—বন্ধু মানেই জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়।
 

কানন

×