ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ঈদ ও স্বাধীনতা দিবসের নতুন গান

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০:৫১, ২৬ মার্চ ২০২৫

ঈদ ও স্বাধীনতা দিবসের নতুন গান

সাবিনা ইয়াসমিন-আসিফ: কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি দেশের গান প্রকাশ করলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গান-‘লাল সবুজের পতাকা’। মনিরজ্জামান মনির এর কথায় এটির সুর করেছেন মনোয়ার হোসাইন টুটুল। গানটি আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পা: প্রয়াত লাকি আখন্দের সুরে একটি দেশের গান নিয়ে এসেছেন কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তার সঙ্গে আরও আছেন শিল্পী সাঈদা শম্পা। গানটির শিরোনাম ‘দেখেছি সে তোমাকে’। এটি লিখেছেন গোলাম মোর্শেদ।
গানটির সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ।


২৪ শে মার্চ ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।  গানটির গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ব্রিটিশ শাসনের আমল  থেকে বাংলাদেশের স্বাধীনতা সময় পর্যন্ত বাঙালি সত্তা প্রতিষ্ঠার আন্দোলনে, কেবল মাত্র বাংলাকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন যারা, তাদের নিয়ে এই গান।
ন্যান্সি ও মিলন : প্রথবার ঈদের একটি গান করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গানটির শিরোনামন ‘ঈদ এলোরে’। কাজী বিন্নোরের কথায় এটির সুর করেছেন এহসান রাহী। গানটি প্রকাশ হয়েছে ন্যান্সির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এদিকে ন্যান্সির কণ্ঠে প্রকাশ হয়েছে ‘মায়া মায়া লাগে’ শিরোনামের একটি গান। এতে তার সঙ্গে দ্বৈত গেয়েছেন বালাম। এরই মধ্যে গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এম আই মিঠু : ঈদে ‘আসতে যদি ফিরে’ শিরোনামের একটি গান নিয়ে আসছেন মিঠু। এটির কথা, সুর ও : সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সি। গানটিতে মডেল হয়েছেন আদর আহমেদ ও স্নিগ্ধা।  ভিডিও নির্মাতা হিসেবে কাজ করেছেন সৈকত রেজা। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

অবন্তী সিঁথি-হাসান জাহাঙ্গীর : আসছে জনপ্রিয় সংগীত শিল্পী অবন্তী সিথি ও হাসান জাহাঙ্গীরের দ্বৈত গান ‘আমায় তুমি ডেকো’। এরই মধ্যে গানটির চিত্রায়ণ শেষ হয়েছে। গানচিত্রে হাসান জাহাঙ্গীরের সঙ্গে জুটি বেঁধেছেন ববিতা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আলামিন হোসাইন। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিওটি শিল্পী হাসান জাহাঙ্গীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

×