ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

৫ নাটক নিয়ে রঙ্গন

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০:৪০, ২৬ মার্চ ২০২৫

৫ নাটক নিয়ে রঙ্গন

টেলিভিশনের বাইরে এখন ইউটিউব চ্যানেলেও ঈদে থাকছে নতুন নতুন নাটক। তারই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্ট ঈদে পাঁচটি নাটক নিয়ে আসছে। নাটকগুলো হলো নিলয় ও হিমির ‘ছেলেটা পাগল পাগল’। এটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।  ইয়াশ রোহান ও তটিনীর ‘আবীর ছোঁয়া’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলের ‘ডাকাতিয়া প্রেম’। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। খায়রুল বাসার ও সামিরা খান মাহির ‘হতাহতের ঘটনা ঘটেনি’। অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। একই নির্মাতার আরও একটি নাটক হলো জোভান ও তানজিন তিশার ‘স্বপ্নের শেষ ঠিকানা’। নাটকগুলো প্রযোজনা করেছেন জামাল হোসেন। তিনি বলেন, ঈদে আমরা বরাবরই ভালো কিছু নাটক নিয়ে আসার চেষ্টা করি। গতানুগতিক ট্রেন্ডি গল্পের বাইরে আমি কাজ করছি। রঙ্গন এন্টারটেইনমেন্টর ইউটিউব চ্যানেলের নাটকগুলো দেখলে সেটি সহজেই বোঝা যাবে। এবারের নাটকগুলোও তার ব্যতিক্রম না।’

×