
ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ডজনের মতো সিনেমা মুক্তির তালিকায় আসে। তবে শেষ পর্যন্ত সেটি আর থাকেন না। এবারও আসছে ঈদুল ফিতরে কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব তারকাবহুল সিনেমা নিয়ে বেশ আগে থেকেই কোনো প্রযোজনা প্রতিষ্ঠান প্রচার শুরু করেছে। প্রচারণার মাঠে আছেন শাকিব, নিশো, সিয়াম, বুবলী, নুসরাত ফারিয়া ও সজল? এর মধ্যে শাকিব, সিয়াম ও ফারিয়ার সিনেমার গানগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
গত বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। গত বছরের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তি পাবে। পরে সিনেমাটি আর মুক্তি পায়নি। এবার ঈদে এটি মুক্তি পাচ্ছে। ৯ জানুয়ারি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পায়। দর্শকদের মাঝে আলোচনায় জায়গা করে নেয় সিনেমাটি। এদিকে ভালোবাসা দিবসে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’ এবং সম্প্রতি ‘বন্ধু গো শোনো’ গান দুটি প্রকাশ হয়েছে। দুটি গানই দর্শক-শ্রোতারা গ্রহণ করেছেন। সিনেমাটি নিয়েও দর্শক অন্যরকম প্রত্যাশা করছেন। সিয়ামের বিপরীতে এ সিনেমায় আছেন বুবলী
এদিকে গত বছর অক্টোবরে অনেকটা গোপনেই শুরু হয় শাকিবের ‘বরবাদ’ সিনেমার শূটিং। তখন অনানুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল সিনেমাটি এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। তবে ডিসেম্বরে হঠাৎ করেই দর্শকদের উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে দেয় সিনেমাটির ২০ সেকেন্ডের মোশন পিকচার। সেখানে শাকিব খানকে দেখা যায় রক্তমাখা হাতে পিস্তল। তিনি বসে আছেন বিলাসবহুল গাড়ির ওপর। কারও উদ্দেশে যেন বলছেন, ‘চুপ।’ পেছনে দাউ দাউ করে পুড়ছে অট্টালিকা। পোড়া অট্টালিকার ওপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার! সেই থেকে শুরু হয় ঈদ উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার।
সিনেমাটির প্রচারে ভিন্ন মাত্রা এনেছে টিজার। দর্শকদের মাঝে সাড়া ফেলে শাকিব খানের লুক, এক্সপ্রেশন। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। এছাড়া আইটেম গানে আছেন নুসরাত জাহান।
ঈদে আলোচিত আরও একটি সিনেমা ‘দাগি’। অপরাধজগতে জড়ানোর গল্প নিয়ে এ সিনেমা। এটি দিয়ে ‘সুড়ঙ্গ’-এর পরে দ্বিতীয়বার বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন আফরান নিশো। সিনেমার শূটিং শুরু হলে একের পর এক চমক দেখিয়েছে সিনেমাটির প্রচারে। শিহাব শাহিন পরিচালিত সিনেমাটির প্রচারের শুরুটাই ছিল সিনেমার মতো। প্রথম প্রচারের শুরুতেই হেলিকপ্টারের দরজা খুলে পা রাখেন আফরান নিশো।
সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালরা। ভিডিওটিতে নিশো বলেন, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ পরে সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা শূটিং শেষ করেও প্রচারের জন্য ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’ সেটাও সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছে।
ঈদের সিনেমাগুলোর মধ্যে গান দিয়ে এর মধ্যে বেশি এগিয়ে আছে ‘জ্বীন-৩’ সিনেমা। ভৌতিক ঘরানার সিনেমা হিসেবে এটি আলোচনায় রয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল। এর আগে জ্বীন সিনেমার প্রথম কিস্তিতেও তাকে দেখা গিয়েছিল। নতুন কিস্তিতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এ সিনেমার মধ্য দিয়ে জাজের সঙ্গে প্রায় সাত বছর পর আবারও ফারিয়া কাজ করছেন। এ সিনেমার ‘কন্যা’ গানটি দারুণ প্রশংসা কুড়াচ্ছে।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঈদে দেখা যাবে অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমায়। শূটিং শেষ। এটির পরিচালক ও প্রযোজক শরাফ আহমেদ। তিনি অপেক্ষা করেছেন তার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির জন্য। জীবন বলেন, ‘আমরা এই ঈদেই সিনেমা মুক্তি দেব। সেভাবেই সবকিছু প্রস্তুত করছি। আর যদি বলেন সিনেমাটির প্রচার কম কেন, তাহলে বলব, হুট করে একটি কিছু রিলিজ দিয়ে চুপ হয়ে থাকব না আমরা সবকিছুকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি।’