
ছবি: সংগৃহীত
জনপ্রিয় টিভি চ্যানেল নেক্সাস টেলিভিশন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করেছে ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এ আয়োজনে থাকছে সিনেমা, বিনোদনমূলক টকশো, রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ও গানের জমকালো আয়োজন।
ঈদের গানের বিশেষ অনুষ্ঠান গানের ওপারের ঈদ মাতিয়ে তুলবেন ফিউশন ও লোকসংগীতশিল্পী পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন, জনপ্রিয় সংগীতশিল্পী শীষপ্রিয়া অবন্তী সিঁথি, রুমানা ইসলাম, লালনকন্যা বিউটি, লোকসংগীতশিল্পী এলিজা পুতুল এবং মিষ্টি কণ্ঠের এ প্রজন্মের শবনম প্রিয়াংকা। প্রথমবারের মতো লোকসংগীতশিল্পী ডলি মণ্ডল গান পরিবেশন করবেন বোন রীতা মণ্ডলের সঙ্গে।
চাঁদরাতে বিশেষ সংগীত পরিবেশন করবেন আর্নিক ও প্রিয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ড. জাকিয়া সুলতানা এবং প্রযোজনায় থাকছেন মাহমুদুল হাসান। ঈদ আনন্দে সুরের আবেশ ছড়িয়ে দিতে নেক্সাস টেলিভিশনের এই আয়োজন দর্শকদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠবে।
এম.কে.