ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

গাড়ি বিক্রি করে রিকশা কিনবেন চিত্রনায়িকা রত্না!

প্রকাশিত: ২০:০৫, ২৬ মার্চ ২০২৫

গাড়ি বিক্রি করে রিকশা কিনবেন চিত্রনায়িকা রত্না!

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের প্রথম সারির চিত্রনায়িকা রত্না কবির সুইটি। ২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান তিনি। সেলিম আজম পরিচালিত এই সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন।

সম্প্রতি সাংবাদিকদের সাথে আলোচনাকালে এই নায়িকা বলেন, চিন্তা করছি এখন যে সিচুয়েশন চলছে কাজকর্মের আমি চিন্তা করছি গাড়ি বিক্রি করে একটা রিক্সা কিনবো। আমি খুব প্রাউডের সাথে বলি আমি যখন বিয়ার করতে পারবোনা আমি সেটা বিয়ার করার জন্য এমন কিছু করবোনা যেন আমাকে সেটা বিক্রি করে দেশ ছেড়ে পালাতে হয়। আমি বিক্রি করে প্রয়োজনে রিক্সায় চড়বো, তাও সম্মানের সহিত চলবো।

 

ভিডিও লিংক: https://www.facebook.com/reel/1360701054969320

শিহাব

×