ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

শাহরুখ মায়ের শয্যাপাশে বলেছিলেন ‘নিজেকে শেষ করে দেব’, পরে স্বীকার করলেন বোকামি

প্রকাশিত: ১৯:০৩, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০৪, ২৬ মার্চ ২০২৫

শাহরুখ মায়ের শয্যাপাশে বলেছিলেন ‘নিজেকে শেষ করে দেব’, পরে স্বীকার করলেন বোকামি

বলিউড বাদশাহ শাহরুখ খান, যার জীবন কখনোই সহজ ছিল না, সাফল্যের শিখরে পৌঁছানোর আগে একের পর এক কঠিন সময় পার করতে হয়েছে। ছোটবেলায় অভাবের সঙ্গে সংগ্রাম, পরবর্তীতে পরিবারের একাধিক মৃত্যুর শোক—এ সব কিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

১৯৮১ সালে অভিনেতার জীবনে প্রথম বড় ধাক্কা আসে, যখন জানতে পারেন তার বাবা ক্যান্সারে আক্রান্ত। কিছুদিন পরই বাবাকে হারান তিনি, যা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। কিন্তু শোকের এই অধ্যায় এখানেই থামেনি, শাহরুখের জীবনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছিল।

এরপর তার মায়ের অসুস্থতা এক নতুন দুঃসহ অধ্যায় হয়ে ওঠে। মায়ের প্রতি অগাধ ভালোবাসার কারণে এক সময় আবেগপ্রবণ হয়ে পড়ে শাহরুখ। মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে ভয় দেখানোর মতো কথা বলেন তিনি। বলেছিলেন, "যদি মা চলে যান, তবে আমি নিজেকে শেষ করে দেব।" এই কথাগুলো হয়তো তিনি মা'কে সুস্থ করতে বলেছিলেন, তবে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেন, সেই সময়ের তার আচরণ ছিল বোকামি।

শাহরুখ জানান, তখন তিনি মায়ের শুশ্রূষার জন্য সব কিছু ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে, মৃত্যুকে আটকে রাখা সম্ভব নয়।

তবে সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিয়েছেন শাহরুখ। নিজের দায়িত্ব পালন করেছেন, বোনের দেখাশোনা করেছেন এবং কাজের প্রতি নিষ্ঠাবান থেকেছেন। একসময় হাসিমুখে তিনি বলেছিলেন, "মা যেখানেই থাকুক, নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি তার শেখানো পথে এগিয়ে চলেছি।"

 

রাজু

×