ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

অভিনেত্রী চমকের যখন-তখন কবিতা রচনার প্রতিভা

প্রকাশিত: ১৭:৪৩, ২৬ মার্চ ২০২৫

অভিনেত্রী চমকের যখন-তখন কবিতা রচনার প্রতিভা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা রুকাইয়া জাহান চমক এক অনুষ্ঠানে, তার ইন্সটেন্ট কবিতা লেখার প্রতিভার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন,কেউ যে কোন লাইন বললে তিনি সাথে সাথে লাইনের সাথে মিলিয়ে কবিতা বলতে পারেন।

তিনি অনুষ্ঠানে উপস্থাপককে বলেন, তিনি যে কোন বিষয়ের লাইন বললে তিনি মুখে মুখে সেটির উত্তর দিবেন কবিতা বানিয়ে।

চলচিত্রের পাশাপাশি ছবি আঁকা,ফটোগ্রাফী করতে ভাল লাগে তার। ফ্যাশনের ওপর তার ব্যাপক আগ্রহ বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন নিজের কস্টিউমের ডিজাইন নিজেই করেন। এছাড়াও বিভিন্ন ডিজাইনাদের কাজ ফলো করেন এবং নিজের চরিত্র অনুযায়ী ডিজাইন করতে পছন্দ করেন।

মেহেদী হাসান

×