
ছবি: সংগৃহীত
সন্জীদা খাতুন নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। এদেশে সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে তিনি একজন। আমৃত্যু মানবতাবাদী ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে কাজ করেছেন। সংস্কৃতিক আশ্রয়ে মানবিক জীবন দর্শনকে ছড়িয়ে দেয়ার কাজ করেছেন। তবে তিনি কোনো প্রাপ্তির আশায় কাজ করেছেন। বরং নিজেকে সমাজ ও রাষ্ট্রের জন্য বিলিয়ে দিয়েছেন।
তাই সন্জীদা খাতুনের মতো মানুষের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক জানানো না হলে সেটা রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র তাকে মনে না রাখলেও তিনি বেঁচে থাকবেন এদেশের মানুষের হৃদয়ে। বেঁচে থাকবেন নিজের কাজ ও দর্শনের মাঝে। সঙ্গীতজ্ঞ, শিল্পী, সংগঠক, শিক্ষাবিদ ও গবেষক সন্জীদা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক না জানানোয় এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্জীদা খাতুনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিহাব