ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

শহিদ কাপুরের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কারিনা

প্রকাশিত: ১০:২৮, ২৬ মার্চ ২০২৫

শহিদ কাপুরের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কারিনা

ছবি: সংগৃহীত

বলিউডের এক সময়কার জনপ্রিয় জুটি ছিলেন শহিদ কাপুর আর কারিনা কাপুর। একসাথে বেশকিছু সিনেমা করে তাদের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অনুরাগীরা ও তাদের বেশ পছন্দ করেছিলেন।

সম্পর্কের ব্যাপারে দুই পরিবারই সম্মতি দিয়েছিল। তারপরেও কেন ভেঙে গেল এই জনপ্রিয় জুটি? জানা যায়, 'জাব উই মেট' সিনেমার শুটিং এর সময়ই তাদের বিচ্ছেদ ঘটে। তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পরে বিভিন্ন মাধ্যমে। বিচ্ছেদের কারণ বিষয়ে তখন পরিষ্কার কোনো বক্তব্য দেন নি তারা কেউই। মাঝেমাঝে কারিনা এ ব্যাপারে কিছু বললেও, শহিদ কাপুর ছিলেন নীরব। এর বেশ কয়েক বছর পর সাইফ আলী খানের সাথে বিয়ের পিঁড়িতে বসেন কারিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, শহিদের সাথে প্রায়ই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শহিদ ফোন বন্ধ করে যোগাযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন।

কারিনার মতে, শহিদ কাপুর ছিলেন একজন ভালো বন্ধু। তবে তার প্রচন্ড ইগো ছিল। বয়স ও বোঝাপড়া বাড়ার কারণে এখন হয়তো শহিদ কাপুর পরিবর্তন হয়েছেন, এখন তার মাঝে আর সেই আগের মতো ইগো নেই। তবে, বিচ্ছেদের পরও প্রাক্তনের জন্য শুভকামনা আছে বলে জানান কারিনা কাপুর।

সূত্র: https://youtu.be/FD5FTGCI_7o?si=XzlMigTY3aynFIH6

×