ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কেন ভেঙেছিল রণভীর আনুশকার সম্পর্ক?

প্রকাশিত: ১০:০৫, ২৬ মার্চ ২০২৫

কেন ভেঙেছিল রণভীর আনুশকার সম্পর্ক?

ছবি: সংগৃহীত

আনুশকা শর্মার ভক্তরা এক সময ধরেই নিয়েছিল যে তিনি যদি বিয়ে করেন, তবে রণভীর সিং কে ই করবেন। কেননা বলিউডে পা রেখে রণভীরের সাথে প্রথম সিরিয়াস ডেট করেন আনুশকা। অন্যদিকে রণভীরও এই সম্পর্কের বিষয়ে ছিলেন যথেষ্ট সিরিয়াস।

কিন্তু, হঠাৎ গন্ডগোল বাধে। রণভীর সিং এক সময় মনে দেন অন্য নায়িকাকে। এসময় সিঙ্গেল ছিলেন আনুশকা। তবে ততদিনে আনুশকা যুক্ত হন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সাথে। রণবীরের সাথে বিচ্ছেদের পর বেশিদিন একা থাকতে হয়নি তাকে।

তবে সমালোনার বিষয় হলো কোহলির সাথে প্রেম চলাকালেও রণভীরের সাথে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন আনুশকা শর্মা। রণভীর তখন দিপীকা পাড়ুকোনের সাথে প্রেমে মগ্ন। হঠাৎ শোনা গেল, বিচ্ছেদ স্বত্ত্বেও একই ফ্রেমে দেখা য বে রণভীর আনুশকাকে।

সিনেমার শুটিংয়ের জন্য মালদ্বীপ গেলেন তারা, শুটিংও শুরু হলো। মালদ্বীপে নীল সমুদ্রের তীরে অন্তরঙ্গ একটি গান শ্যুট হয়েছিল তাদের। এর বেশকিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। বিভিন্ন ম্যাগাজিনেও আসে ছবিগুলো। এসব ছবি দেখে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন কোহলি। তবে কাজের স্বার্থে এমন দৃশ্য করতে হয়েছে এ বিষয়টি তিনি বোঝাতে সক্ষম হন কোহলিকে।

এখানেই কিছুটা টুইস্ট। অজানা কারণে সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়। শোনা যায় প্রযোজকের সাথে রণবীরের পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব চলছিল। অনুশকা‌ ফিরে যান কোহলির কাছে।

সূত্র: https://youtu.be/5wUmHASt24Y?si=o7dl_2qHfuV7YaMU

মায়মুনা

×