ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

সবকিছু নিজের মধ্যে চেপে রাখত হৃতিক, ওর জন্য কষ্ট হত: সুনয়না রোশন

প্রকাশিত: ০৩:৪৭, ২৬ মার্চ ২০২৫

সবকিছু নিজের মধ্যে চেপে রাখত হৃতিক, ওর জন্য কষ্ট হত: সুনয়না রোশন

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা হৃতিক রোশনের বোন সুনয়না রোশন সম্প্রতি প্রকাশ করেছেন কিভাবে তিনি নিজের দুর্বলতাগুলো প্রকাশ করেন এবং তার ভাই হৃতিক এই বিষয়ে একেবারেই নীরব থাকেন। এক সাক্ষাৎকারে তিনি শৈশব থেকে তাদের সম্পর্ক এবং পরিবারের কঠিন সময়গুলো নিয়ে কথা বলেছেন।

সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে সুনয়না বলেন, যখন তাদের বাবা রাকেশ রোশন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং হৃতিক তার ২০-এর কোঠায় স্কোলিওসিসে (মেরুদণ্ডের সমস্যা) আক্রান্ত হয়েছিলেন, তখন পুরো পরিবার কঠিন সময় পার করছিল। কিন্তু এই কঠিন সময়ে তারা একই মানসিকতা নিয়ে এগিয়েছিলেন এবং সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে গেছেন।

সুনয়নাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হৃতিক কীভাবে তার অসুস্থতার সময় তার দুর্বলতা প্রকাশ করতেন। জবাবে তিনি বলেন, "আমি একজন এক্সট্রোভার্ট (মুক্তমনা), তাই আমি হাসি-ঠাট্টা করে বিষয়গুলো মোকাবিলা করি। আমি কখনো প্রকাশ করি না, ‘আমি কেন এর মধ্য দিয়ে যাচ্ছি?’ বরং আমি মজা করে, হাসির মাধ্যমে আমার অনুভূতি প্রকাশ করি। কিন্তু হৃতিক ঠিক উল্টো। সে তার সবকিছু—ভাল-মন্দ—নিজের মধ্যে রাখে। ওকে এভাবে কষ্ট পেতে দেখা আমার জন্য হৃদয়বিদারক ছিল।"

সুনয়না আরও জানান, ছোটবেলায় হৃতিক তার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন, যদিও তিনি হৃতিকের প্রতি বেশ উদার ছিলেন। তিনি বলেন, "ও সবসময় বলত, ‘এই ব্যক্তির সঙ্গে কথা বলো না, ওই ব্যক্তির সঙ্গে কথা বলো না।’ ও অনেক বড় ধরনের ‘বুলি’ ছিল, খুবই অধিকারবোধসম্পন্ন।"

সূত্রঃ টাইমস এন্টারটেইনমেন্ট

ইমরান

×