
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি গণমাধ্যমের সামনে নিজের বয়স নিয়ে কথা বললেন তিনি।
সাক্ষাৎকারে আর জে কিবরিয়া, এক প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করেছিল তার উচ্চ মাধ্যমিক ব্যাচ কত। এবং সেখানে নিজের উচ্চমাধ্যমিক ব্যাচের কথা বলে বয়সের প্রকাশ করে দেন সাদিয়া আয়মান।
এছাড়াও তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি ঢাকায় কবে এসেছেন। সেখানে তিনি বলেন, ১৯ বছর পর্যন্ত জন্মস্থানে ছিলাম এরপর ঢাকায় এসেছি সেটা ছিল ২০১৯ সাল।
এবং এখান থেকেই দর্শকরা বুঝে নেন অভিনেত্রীর বয়স। এ নিয়ে অভিনেত্রী বলেন, আমি কখনোই আমার বয়স লুকাই না। বা বয়স বলতে অপছন্দ করি না।
শিলা ইসলাম