
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার আসন্ন হরর মুভি 'জ্বীন থ্রি' নিয়ে কথা বলেছেন। তিনি জানান, এই মুভিটি তার ক্যারিয়ারের প্রথম হরর ফিল্ম এবং শুটিংয়ের সময় অনেক মজার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এটি তৈরি করেছেন।
তিনি বলেন, “অনেকটা ক্রেডিট গোস টু যারা পার্ট ওয়ান এবং পার্ট টু তে ছিলেন, বিশেষভাবে সজল ভাই, পূজা, পার্ট টু তে যারা কাস্ট এন্ড ক্রু, এবং অবশ্যই আমাদের ডিরেক্টর ও লেখক আব্দুল আজিজ। তিনি চিন্তা করেছিলেন যে একটা হরর জনরার মুভি তৈরি করা উচিত।”
নুসরাত ফারিয়া আরও বলেন, “আমি অনেক ভীত প্রকৃতির মানুষ, প্রতিদিন দোয়া পড়ে সেটে যেতাম এবং বাসায় এসে আবার দোয়া পড়তাম, যাতে কোনো কিছু অশুভ না ঘটে। পুরো শুটিংটা মজার মজার এক্সপেরিয়েন্সের মাধ্যমে করেছি।”
তিনি মুভির ডিরেক্টর রোমান ভাইয়ের কথাও উল্লেখ করেছেন। নুসরাত বলেন, “রোমান ভাইয়ের সাথে আমার এটা পঞ্চম প্রজেক্ট, আগের কয়েকটি সিনেমাতেও তিনি চিফ এডি ছিলেন। তবে এবার কাজ করতে গিয়ে রোমান ভাই অনেক বকা দিয়েছেন, মনের সব জিদ মিটিয়ে দিয়েছেন। এটা ছিল একমাত্র পার্থক্য।”
'জ্বীন থ্রি' মুভিটি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আগামী ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=4FCIQ5dgn14
আবীর