ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বিবাহ বিচ্ছেদে প্রচুর অর্থের প্রয়োজন হয়, একটা সময় পর মানিয়ে নিতে হয়: সাইফ

প্রকাশিত: ১৯:২৮, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৮, ২৫ মার্চ ২০২৫

বিবাহ বিচ্ছেদে প্রচুর অর্থের প্রয়োজন হয়, একটা সময় পর মানিয়ে নিতে হয়: সাইফ

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সাইফ আলি খান ও অমৃতা সিংহের প্রেমকাহিনি কোনো সিনেমার গল্পের চেয়ে কম রোমাঞ্চকর ছিল না। নব্বইয়ের দশকের গোড়ায় প্রেমের সম্পর্কে জড়িয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এই দাম্পত্য জীবন খুব একটা সুখকর ছিল না। ১৩ বছর একসঙ্গে থাকার পর শেষ পর্যন্ত তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এক পুরনো সাক্ষাৎকারে সাইফ নিজেই জানান, পাঁচ কোটি টাকার চুক্তিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরপরই তিনি অমৃতাকে আড়াই কোটি টাকা দেন। পাশাপাশি, প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেওয়ারও চুক্তি হয়, যতদিন না তাদের সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান নিজের পায়ে দাঁড়াচ্ছেন।

বিচ্ছেদের ৮ বছর পর অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ। করিনার সঙ্গে সংসারে সুখেই আছেন তিনি। তাদের দুই সন্তান, তৈমুর ও জেহ্, এখন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ।

তার ভাষায়, "একটা সময় পর সব কিছু মানিয়ে নিতে হয়, কারণ বারবার বিবাহবিচ্ছেদ চালিয়ে যাওয়া সম্ভব নয়, এতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।"
 

শিলা ইসলাম

×