
ছবি: সংগৃহীত
কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান উপহার দিয়ে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি ঈদেই তার একক সঙ্গীতানুষ্ঠান দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করত।
তবে এবার সে ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান, এমনটি নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
এটি জানানো হয়, এই ঈদে শারীরিক অসুস্থতার কারণে গান পরিবেশন করবেন না তিনি। অসুস্থতা এবং ব্যস্ততার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বে, গত কোরবানি ঈদে মাহফুজুর রহমান দুই ভাষায় গান শোনিয়েছিলেন। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’ প্রচারিত হয়েছিল। পরদিন রাতে প্রচারিত হয়েছিল তার দ্বৈত গানের অনুষ্ঠান ‘ওয়াদা করো’।
শিহাব