ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪০, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪৯, ২৫ মার্চ ২০২৫

ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই

ছবি: সংগৃহীত

সংস্কৃতিকর্মী, শিল্পী, গবেষক, শিক্ষাবিদ ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ মার্চ)  রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল ৩.১০মি. তিনি মারা যান। 

বাংলাদেশের সঙ্গীতের একমাত্র পত্রিকা মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন জনণ্ঠকে বলেন, প্রায় এক সপ্তাহ যাবত রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বার্ধক্য জনিত কারনে তার শরীরে নানা ধরণের সমস্যা দেখা দেয়। সর্বশেষ আজ বিকেল ৩.১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বার্তা প্রকাশ করা হয়েছে ছায়ানটের ফেসবুক পেজ থেকে। শোকবার্তায় বলা হয়েছে— সংস্কৃতিকর্মী, শিল্পী, গবেষক, শিক্ষাবিদ ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন-এর প্রয়াণে ছায়ানট গভীর শোক জ্ঞাপন করছে। 
 

শহীদ

×