
ছবি: সংগৃহীত।
জনপ্রিয় অভিনয়শিল্পী সাদিয়া আয়মান সম্প্রতি আরজে কিবরিয়ার একটি শোতে নিজের শেকড় নিয়ে গর্ব প্রকাশ করেছেন। শোতে তিনি বলেন, "আই অ্যাম এ প্রাউড বরিশাইল্লা।"
আরজে কিবরিয়ার এক প্রশ্নের জবাবে সাদিয়া আয়মান জানান, "আমি বরিশালের ভাষা পারি। আমি ১৯ বছর বরিশালে ছিলাম। ২০১৯ সালে ঢাকায় আসি।"
সাক্ষাৎকারের একপর্যায়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে। হয়তোবা আমার সামনে আরও খারাপ কিছু ঘটতে পারত, কিন্তু তার আগেই আমি সচেতন হতে পেরেছি। খুব কম বয়সেই সতর্ক হয়ে গিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ি।"
সূত্র: https://www.facebook.com/reel/3251081495033695
সায়মা ইসলাম