
ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র জ্বীন-৩ এর প্রচারণায় চলচ্চিত্রটির যাবতীয় বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি নিজেকে কোনো অশরীরী শক্তি হিসেবে দেখা যাবে কিনা সে বিষয়টিও জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
তিনি বলেন, ‘আব্দুল আজিজ একজন মার্কেটিং ম্যাজেশিয়ান। তিনি যখন জ্বীন-৩ এর একটি পোস্টার প্রকাশ করলেন আমি জিজ্ঞেস করলাম আমি কী জ্বীন সিনেমায়? আপনি কেন দিলেন এটা? তখন আমি নিজেকে দেখলান তখন বুঝলাম অর্ধেক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি। সিনেমাতে আমি কি তা আমি একজনই রিভিল করবো না।’’
নুসরাত ফারিয়া আরও বলেন, জ্বীন-৩ এর জন্য আমাকে একটা ‘গার্ল নেক্সট ডোর’ লুকে দেখাতে চেয়েছিলেন পরিচালক। যেভাবে আমাকে কোনো কমার্শিয়াল সিনেমায় দেখা যায়নি। আমি প্রত্যেক সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই, নিজেকে একটা নির্দিষ্ট লুকে পরিবেশন করতে। তবে এই সিনেমার আগে আমি পেট পুড়ে খেয়েছি।’