ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি পাচ্ছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৫২, ২৫ মার্চ ২০২৫

জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি পাচ্ছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে  জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি পাচ্ছেন ভারতের তরুণ ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই।

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা অ্যাঞ্জেল। তাঁর দাবি, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি তাঁকে হুমকি দেন। ক্রমাগত হুমকি পাওয়ার পর ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লকও করে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও রেহাই পাননি।

সম্প্রতি ১৬ মার্চ ই-মেইলের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়। ই-মেইলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়।

অ্যাঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন। তাঁর অনুসারী ২৫ লাখের বেশি। সম্প্রতি ‘ঘোটালা’ নামে একটি ওয়েব সিরিজে কাজও করছেন অ্যাঞ্জেল। সদ্যই মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। তার পর থেকেই তিনি আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

মুমু

×