ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

 ইন্ডাস্ট্রিতে শোরগোল, বড় পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎকে

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ মার্চ ২০২৫

 ইন্ডাস্ট্রিতে শোরগোল, বড় পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎকে

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল টালিপাড়ায়, তৃষাণজিৎ অভিনয় করতে আসছেন। কবে বড় পর্দায় দেখা যাব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে।

হিন্দি ছবির দুনিয়ায় অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনকে ভাবেই চেনে সবাই ঘটনার পুনরাবৃত্তি কি বার টলিউডে।

সোমবার একটাই খবরে সরগরম টলিপাড়া। অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। বছরের শুরু থেকেই এই গুঞ্জন প্রায়ই শোনা যাচ্ছিল। দিন শোনা গিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষে রুপোলি পর্দায় অভিষেক ঘটবে প্রসেনজিৎ পুত্রের। প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনির হাত ধরে আসছেন প্রসেনজিৎ-অর্পিতা চট্টোপাধ্যায়েরমিশুক কোন পরিচালকের ছবিতে দেখা যাবে তাঁকে বা বিপরীতে কোন নায়িকাএই খবর এখনও পাওয়া যায়নি।

 ইদানীং, প্রায়ই বিনোদন দুনিয়ার বড় মাপের অনুষ্ঠানে প্রসেনজিৎ এবং সঙ্গে দেখা যাচ্ছে তৃষাণজিৎকে। যেমন, সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফ এবং হইচই একযোগে বছরের ছবি  ওয়েব সিরিজ়ের তালিকা প্রকাশ্যে এনেছে। তারকাখচিত এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাবা আর ছেলে। প্রসেনজিৎ সাদা পোশাকে ঝকঝকে। অভিনেতা-পুত্র কালো পোশাকে তরুণ তুর্কি। সকলের সঙ্গে হাসিমুখে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। যদিও অভিনয়ের প্রসঙ্গ উঠলে তিনি বাবাকে দেখিয়ে নিজে এড়িয়ে গিয়েছেন।

ইন্ডাস্ট্রি’-পুত্র টলিউডে পা রাখতে চলেছেনচর্চার শুরু সৃজিতের ছবির সেটে তৃষাণজিতের উপস্থিতির কারণে। তাঁর ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় তৃষাণজিৎ আসছেন কি না। পরিচালকও জানান, তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে শোনা যায়, অভিনেত্রী দামিণী বেণী বসুর কাছে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। দামিনীও সেই সময় বিষয়টি এড়িয়ে যান। জল্পনা বাড়ায় বিনোদনের প্রতিটি অনুষ্ঠানে প্রসেনজিৎ-পুত্রের উপস্থিতি। অনেক সময় - দেখা গিয়েছে, বাবা আসেননি, ছেলে এসেছেন! খ্যাতনামীদের সঙ্গে ছবি তুলেছেন। সেই সব ছবি বাবা দায়িত্ব নিয়ে নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

মেহেদী হাসান

×