
ছবি: সংগৃহীত
বাংলাদেশী সিনেমায় বলিউডের সিনেমা এবং নায়ক-নায়িকাদের পোশাক ও স্টাইল কপি করার প্রবণতা অনেক পুরনো। তবে এবার উল্টো ঘটনাই ঘটেছে।
এই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান, যিনি অভিযোগের মুখে পড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কপি করার জন্য! এই বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।
বিতর্কের সূত্রপাত হয় সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’ থেকে, যা আগামী ৩০ মার্চ মুক্তি পাবে। ছবির অগ্রিম বুকিংও ইতোমধ্যেই শুরু হয়েছে।
এদিকে, 'সিকান্দার' সিনেমার প্রযোজক যখন সোশ্যাল মিডিয়ায় 'জোহরা যবিন' গানটি শেয়ার করেন, তখন নেটিজেনরা অভিযোগ তোলেন যে, সালমান খান নাকি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন!
২০২৩ সালে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’-তে 'কুরবানি কুরবানি' গানে শাকিবের লুক এবং ডান্স স্টেপের সঙ্গে সাদৃশ্য দেখেন নেটিজেনরা, যা তারা দাবি করেন যে, সালমান খান হুবহু নকল করেছেন। শাকিবের গানের কোরিওগ্রাফি এবং দৃশ্যগ্রহণের অনেক মিল খুঁজে পাওয়া যায় ‘জোহরা যবিন’ গানের সঙ্গে। এই তুলনার পর নেটিজেনরা সালমানকে তীব্রভাবে সমালোচনা করেন।
একজন সমালোচক এক্স হ্যান্ডেলে দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে দুইটি গানের কোরিওগ্রাফি প্রায় একেবারে একই রকম মনে হয়েছে।
এদিকে, সালমানের ভক্তরা এই অভিযোগের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের দাবি, “পোশাকের মিল মানেই অনুকরণ নয়।” অন্যদিকে, কিছু নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন, “কী দিন এল, এখন বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!” আবার কেউ লিখেছেন, “ভাইজান তো অনেক বাংলাদেশি সিনেমা দেখছেন!”
সম্প্রতি মুক্তি পাওয়া ‘জোহরা যবিন’ গানটি প্রীতমের সুরে গেয়েছেন নাকাশ আজিজ, এবং এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে নায়িকা রাশমিকা মান্দানাকে।
শিহাব