ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

সুশান্তের মৃত্যু মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন, আলোচনায় রিয়া চক্রবর্তী

প্রকাশিত: ১৪:০৭, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৪:০৭, ২৪ মার্চ ২০২৫

সুশান্তের মৃত্যু মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন, আলোচনায় রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালে চলে এক্সাওয়া মেনে নিতে পারেনি তার পরিবার এবং ভক্তরা। ২০২০ সালে তার মৃত্যুর পর থেকেই বিষয়টি। নিয়ে আলোচনা শুরু হয়। খুন না কি আত্মহত্যা এ নিয়েই প্রশ্ন ছিল। ঘটনার পাঁচ বছর পর শনিবার (২২ মার্চ) তদন্ত প্রতিবেদন সামনে আনল সিবিআই। প্রাথমিকভাবে, সুশান্তের এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই ধারণা করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনেও সিবিআই নিশ্চিত করল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে খুন বা আত্মহত্যায় প্ররোচনা দেয়ার মতো বিষয় উঠে আসেনি বলে জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। এরপরই অভিনেতার মৃত্যু নিয়ে নানান প্রশ্ন।  সেই বছরের আগস্টে রহস্য উন্মোচনে এর তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইও। অবশেষে প্রায় পাঁচ বছর পরে সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। রিয়া ও তার পরিবারের সদস্যরা সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন সুশান্তের বাবা। এমনকি, রিয়া সুশান্তের খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন বলেও দাবি ছিল তার। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, জানিয়েছে সিবিআই। তাই সবাইকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।  


সুশান্তের মৃত্যু তদন্তে চূড়ান্ত রায়, নতুন আলোচনায় রিয়া  
সুশান্তের মৃত্যু তদন্তে চূড়ান্ত রায়, নতুন আলোচনায় রিয়া  
সুশান্ত সিং রাজপুত ও রিয়া। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালে চলে এক্সাওয়া মেনে নিতে পারেনি তার পরিবার এবং ভক্তরা। ২০২০ সালে তার মৃত্যুর পর থেকেই বিষয়টি। নিয়ে আলোচনা শুরু হয়। খুন না কি আত্মহত্যা এ নিয়েই প্রশ্ন ছিল। ঘটনার পাঁচ বছর পর শনিবার (২২ মার্চ) তদন্ত প্রতিবেদন সামনে আনল সিবিআই। প্রাথমিকভাবে, সুশান্তের এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই ধারণা করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনেও সিবিআই নিশ্চিত করল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে খুন বা আত্মহত্যায় প্ররোচনা দেয়ার মতো বিষয় উঠে আসেনি বলে জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। এরপরই অভিনেতার মৃত্যু নিয়ে নানান প্রশ্ন।  সেই বছরের আগস্টে রহস্য উন্মোচনে এর তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইও। অবশেষে প্রায় পাঁচ বছর পরে সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর

সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। রিয়া ও তার পরিবারের সদস্যরা সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন সুশান্তের বাবা। এমনকি, রিয়া সুশান্তের খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন বলেও দাবি ছিল তার। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, জানিয়েছে সিবিআই। তাই সবাইকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।  


এ ঘটনায় রিয়া এবং তার পরিবার যে ধরনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তা নিয়ে গণমাধ্যম ও নেটিজেনদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অভিনেত্রী পূজা ভাট এক শক্তিশালী কণ্ঠে রিয়ার পক্ষ নিয়ে, অক্ষয় কুমারের পুরোনো পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে অক্ষয় কুমার লিখেছিলেন, সিবিআইকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছে। আশা করবো সত্য বিজয়ী হবে।
অক্ষয় কুমারের পোস্টটি শেয়ার করে পূজা লিখেছেন, সিবিআই ২২ মার্চ ২০২৫ তারিখের ক্লোজার রিপোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছে, এবং রিয়া চক্রবর্তীসহ অন্যদের নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। সত্য জয়ী হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রী ডিয়া মির্জা ইনস্টাগ্রামে লিখেছেন, মিডিয়ার কোন সদস্য রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের কাছে একটি লিখিত ক্ষমা প্রার্থনা করবে? তোমরা এক ভয়াবহ শিকার বানিয়ে ফেলেছ এই মেয়েকে। তাই ক্ষমা চাইতে হবে। 

তবে সুশান্তরা বলছে সিবিআই অভিনেতার মৃত্যুর রহস্য উন্মোচন করলো না। তারা  অপরাধীদের পক্ষ নিয়েই এই প্রতিবেদন দিয়েছে। এমনকি সুশান্তের পরিবারও এই রায়ে সন্তুষ্ট নয়।  

সাজিদ

×