
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারিয়েছেন রাকিবুল হাসান নামের এক যুবক। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফারিয়া।
সেই অনুষ্ঠানের একটি ভিডিওক্লিপে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা চোখে পড়ে এই তারকার। বিষয়টি নিয়ে তৎক্ষনাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফারিয়ার।
তার সেই স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, ওই যুবকের নাম । তিনি সাজিদা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করছেন।
এর পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে সাজিদা ফাউন্ডেশন। তদন্তের পর রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইলের মাধ্যমে ফারিয়াকে জানানো হয়।
সেই ই–মেইলটি নিজের ফেসবুকে শেয়ার করে শবনম ফারিয়া বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’
অভিনেত্রী তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সহিংসতা শুধু শারীরিক নয়; এটি অনলাইন হয়রানি, রাস্তার হয়রানি, বা যেকোনো ধরনের ভয় দেখানো হতে পারে। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়।
রাজনীতিবিদ থেকে আমার সহকর্মীরা, কর্মী থেকে কলেজ পড়ুয়া মেয়ে—যারা সবাই সমর্থন দেখিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ।
বিশেষ ধন্যবাদ সাজিদা ফাউন্ডেশনকে। তাদের সাহসী ও দৃঢ় পদক্ষেপের জন্য। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন, আমরা আমাদের কণ্ঠ আরও উঁচু করি।
সাজিদ