ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শাহরুখের গানেই বিরাটের নাচ!

প্রকাশিত: ২১:৪৭, ২৩ মার্চ ২০২৫

শাহরুখের গানেই বিরাটের নাচ!

শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। তবে ম্য়াচ শুরুর আগে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন কলকাতা নাইট রাইডার্স দলের মালিক তথা 'বলিউড বাদশা' শাহরুখ খান।এই অনুষ্ঠান চলাকালীন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন। এরপর কিং কোহলিকে তিনি 'ঝুমে জো পাঠান' গানের সঙ্গে নাচ করার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ ফেলতে পারেননি বিরাট। শাহরুখের দেখানো স্টেপে তিনিও পা মেলান। পাশেই দাঁড়িয়ে ছিলেন কেকেআর ব্রিগেডের তারকা ফিনিশার রিঙ্কু সিং। বিরাটের নাচ দেখার পর তিনি আর হাসি চাপতে পারেননি।

রাজু

×