ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

প্রকাশিত: ১৯:৩৯, ২৩ মার্চ ২০২৫

ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন আড়াই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামের এক প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।

২০২২ সালের এপ্রিলে তার ক্যানসার ধরা পড়ে, তখন তা ছিল চতুর্থ স্টেজে। কঠিন এই পরিস্থিতি মোকাবিলায় তিনি শুরু থেকেই মানসিক শক্তি ধরে রেখেছেন। তিনি জানান, সহানুভূতির বদলে আত্মবিশ্বাসী মনোভাব তাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করেছে।

লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন সামিয়া। বর্তমানে তিনি ভালো আছেন এবং ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশংসা করেছেন।

একসময় সামিয়া আফরিন ছিলেন টেলিভিশনের পরিচিত মুখ। উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে।

 

রাজু

×