ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

 আত্মহত্যাই করেছিলেন সুশান্ত! যা বেড়িয়ে এসেছে তদন্তে

প্রকাশিত: ১৯:২৬, ২৩ মার্চ ২০২৫

 আত্মহত্যাই করেছিলেন সুশান্ত! যা বেড়িয়ে এসেছে তদন্তে

ছবি: সংগৃহীত

 

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটাল সিবিআই। শনিবার মুম্বাই আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে তদন্তকারী সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। পাঁচ বছর পরও অভিনেতার মৃত্যুর বিষয়টি ঘিরে নানা জল্পনা ছিল। তবে তদন্তে অন্য কোনও অপরাধমূলক দিক পাওয়া যায়নি বলেই জানিয়েছে সিবিআই।

কী হয়েছিল ২০২০ সালের ১৪ জুন?

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের নিথর দেহ। প্রথম থেকেই অভিনেতার মৃত্যুকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়— এটা কি আত্মহত্যা, নাকি খুন? বিষয়টি নিয়ে তদন্তে নামে মুম্বাই পুলিশ, পরে তা চলে যায় সিবিআইয়ের হাতে। দীর্ঘ তদন্ত শেষে এবার সিবিআই নিশ্চিত করল, সুশান্ত আত্মহত্যা করেছিলেন।

নতুন করে তদন্তের দাবি

সুশান্তের মৃত্যুর মাত্র সাত দিন আগে মৃত্যু হয়েছিল তার ব্যক্তিগত সহকারী দিশা সালিয়ানের। দিশার বাবা সম্প্রতি বম্বে হাইকোর্টে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলুও পুনরায় তদন্তের দাবি তুলেছিলেন।

পরিবারের অভিযোগ ও রাজনৈতিক যোগ

সুশান্তের ভাই নীরজ কুমার অভিযোগ করেছেন, “তৎকালীন ঠাকরে সরকার চেয়েছিল ঘটনাটি ধামাচাপা দিতে। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগসূত্র রয়েছে।” তিনি আরও বলেন, “১২ তলা থেকে কেউ পড়ে গেলে তার আশপাশে রক্ত থাকার কথা, কিন্তু দিশার ক্ষেত্রে তা পাওয়া যায়নি। অর্থাৎ, তাকে আগেই হত্যা করা হয়েছিল।”

তবে এই সমস্ত দাবি ও জল্পনার অবসান ঘটিয়ে সিবিআইয়ের তদন্তে ইতি টানা হয়েছে। তদন্ত সংস্থা জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত।

কানন

×