ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ঈদ আনন্দমেলায় একক পরিবেশনায় গাইবেন রুনা লায়লা

প্রকাশিত: ১৯:২০, ২৩ মার্চ ২০২৫

ঈদ আনন্দমেলায় একক পরিবেশনায় গাইবেন রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবারও থাকছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'ঈদ আনন্দমেলা'য়। তবে এবার থাকছে একটি বিশেষ চমক—এই বর্ষীয়ান শিল্পী গাইবেন একক পরিবেশনায়।

গত বছরের ঈদ আনন্দমেলায় রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে গেয়েছিলেন নতুন প্রজন্মের চার সংগীতশিল্পী—কনা, ইমরান, ঝিলিক ও সাব্বির। দর্শকদের সেই আয়োজন ছিল দারুণ উপভোগ্য। এবার রুনা লায়লা একাই মুগ্ধ করবেন শ্রোতা-দর্শকদের।

অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন জনপ্রিয় গান ‘শিল্পী আমি, তোমাদের গান শোনাবো’।

বিটিভি সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৪ মার্চ) বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে এই বিশেষ পরিবেশনার চিত্রায়ণ হবে।

ঈদ আনন্দমেলায় রুনা লায়লার একক সংগীত পরিবেশনা নিঃসন্দেহে দর্শকদের জন্য হবে একটি স্মরণীয় উপহার।

 

রাজু

×