
ছবি: সংগৃহীত
২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ে একটি বহুতল ভবনের নিচ থেকে উদ্ধার হয় বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রক্তাক্ত দেহ। এর ঠিক ৬ দিন পরেই সুশান্তে সিং এর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় মুম্বাইয়ের নিজ ফ্ল্যাট থেকেই। এরপর থেকেই দিশা ও সুশান্তের মৃত্যুর যোগসূত্র খুঁজতে শুরু করেন অনেকে।
যদিও এই দুই মৃত্যু রহস্যের মীমাংসা হয়নি এখনো। ঠিক পাঁচ বছর পর ফের নতুন করে মোড় নিল ম্যানেজার দিশার মৃত্যু রহস্য। সম্প্রতি দিশার বাবা সতীশ সালিয়ান হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পুনরায় এই কেসের তদন্ত শুরু নিয়ে আর্জি জানিয়েছেন তিনি। তার প্রত্যাশা, এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হোক সিবিআইকে।
দিশার বাবা অভিযোগ করেন, তার মেয়েকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। গত বুধবার দায়ের করা এ অভিযোগে তিনি আরো জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধামাচাপা দেয়া হয়েছে তার মৃত্যুকে। তার দাবি, আত্মহত্যা নয়, ধর্ষণ করে হত্যা করা হয়েছে দিশাকে।
কেবল দিশার বাবা নয়, সুশান্ত সিং রাজপুতের বাবাও অতীতে বারবার এই অভিযোগ তুলেছিলেন যে, তার ছেলে বা দিশা কেউই আত্মহত্যা করেননি।
সতীশ সালিয়ান বৃহস্পতিবার (২০ মার্চ) মেয়ের মৃত্যুর পাঁচবছর পর মুম্বাই হাইকোর্টে পুনরায় এই ঘটনার তদন্ত শুরু আবেদন জানিয়েছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=DwWGus7XZ7w
রাকিব