ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জানা গেল সুশান্তের মৃত্যুর রহস্য!

প্রকাশিত: ১৪:৩৩, ২৩ মার্চ ২০২৫

জানা গেল সুশান্তের মৃত্যুর রহস্য!

ছবি: সংগৃহীত

হত্যা না আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে গত পাঁচ বছর ধরে চলছিল নানা গুঞ্জন ও ধোঁয়াশা। দীর্ঘ তদন্ত শেষে, একাধিক বলিউড তারকার নাম উঠে এসেছিল। অভিনেতার বোনসহ তার শুভাকাঙ্ক্ষীরা দাবি করেছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। তবে এবার সিবিআইয়ের তদন্তে রহস্যের জট খুলে গেছে। সিবিআই জানিয়েছে, সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়নি, বরং তিনি আত্মহত্যা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মার্চ শনিবার মুম্বাইয়ের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুশান্তের পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। সিবিআই জানায়, সুশান্ত আত্মহত্যা করেছেন, এবং তারা এ বিষয়ে প্রমাণ পেয়েছে।

প্রতিবেদনটি জমা দেওয়ার সময় অভিনেতার বোন আদালতে উপস্থিত ছিলেন না।

এ আগে, অভিনেতা সোমি ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন, "সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তার ময়নাতদন্ত রিপোর্ট বদলে ফেলা হয়েছিল, এবং এতে সহায়তা করেছিলেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি সুধীর গুপ্ত।"

স্মরণীয়, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার একটি ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই জানানো হয়েছিল, কিন্তু তার পরিবারের অভিযোগের পর সিবিআই পুনরায় তদন্ত শুরু করেছিল। তবে সিবিআইয়ের প্রতিবেদনেও উঠে এসেছে যে, অভিনেতা আত্মহত্যা করেছিলেন।

শিহাব

×