
ছবি: সংগৃহীত
বাংলাদেশী মডেল ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা সম্প্রতি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এবং বললেন, "প্রতিবারের মতো এবারও এওয়ার্ড পেতে খুবই এক্সাইটেড এবং ভালো লাগে। কাজের জন্য যে রিকগনিশন পাওয়া যায়, তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ।"
এছাড়াও, নীলা তার রোজা এবং ঈদের সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, "রোজার সময়টা প্রতিবারের মতো পরিবারের সাথেই কাটাই। আমরা চেষ্টা করি প্রতিটি ইফতার পরিবারের সবার সাথে করতে। আমাদের পরিবার বড়, আমরা ছয় ভাই-বোন একসাথে থাকতে পারলে খুব ভালো লাগে। ঈদে শপিং করা, গিফট দেওয়া ও গিফট পাওয়া ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম, নিজের জন্য শপিং করতে ভালো লাগতো, কিন্তু এখন সেটা বদলে গেছে। এখন গিফট করতে ভালো লাগে।"
নীলা তার ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে বলেন, "এখন পর্যন্ত আমার জীবনে বিশেষ কেউ নেই। যতদিন না আল্লাহ সামনে কাউকে পাঠাচ্ছেন, যাকে আমি অনুভব করবো যে সে আমার জন্য, ততদিন আমি কাউকে নির্দিষ্ট করে বলতে পারবো না যে তিনি আমার জন্য সঠিক।"
আবীর