
ছবি: সংগৃহীত
ঢাকাই নাট্যজগতের প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত সম্প্রতি তার অভিনয় জীবনের সংকট নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলছেন, "বোধহয় অভিনয় ভুলে গেছি, তাই এখন আমাকে ডাকছে না।" তার এই মন্তব্য নাট্যাঙ্গনে কিছুটা আলোড়ন সৃষ্টি করেছে।
অভিনয়ের জন্য না ডাকার কারণ জানতে চাইলে আবুল হায়াত বলেন, "এটা যারা আমাকে ডাকছে না, তাদেরকেই জিজ্ঞেস করবেন। আমাকে জিজ্ঞেস করে লাভ নেই।" তিনি আরও বলেন, "যখন নাটক করি, আমার নাটকে বাবা থাকে, মাও থাকে। আমি যখন নাটক বানাই, আমার বাজেটে স্বল্পতা হয় না। তবে যারা জেনুইন লেখক এবং নাট্যকার, তাদেরকে ডাকা হচ্ছে না, তাই গল্পের অভাব হচ্ছে।"
আবুল হায়াত নাট্যকারদের গুরুত্ব তুলে ধরে বলেন, "যদি আমি নিজেই গল্প তৈরি করতে থাকি, সেটা আর চলবে না। জেনুইন নাট্যকারদের কাছে যেতে হবে, কিন্তু সেটাও হচ্ছে না। আমাদের দেশে নাট্যকার বা গল্পকারের অভাব নেই।"
ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে নাটক নিয়ে মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "আমি যখন ভিডিও দিই, তা নিয়ে কোনো সমস্যা নেই, তবে সেখানে ডিরেক্টরের অনুমতি প্রয়োজন।" এছাড়াও, তিনি মন্তব্য করেন যে, "পাবলিক যথেষ্ট সাড়া দেয়, তবে এখন মাসে ৪০০ নাটক হয়, আর মানুষের মনে কতটা স্থান পায় সেগুলো?"
নাটকের মান এবং উন্নতি নিয়ে আবুল হায়াত বলেন, "তখনকার চেয়ে এখন ভালো নাটক হয়। নাটক ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, টেকনিক্যালি ভালো হয়। সব কিছুই এখন ভালো। তখনও ভালো নাটক হতো, এখনও ভালো নাটক হয়।"
সূত্র: https://www.youtube.com/watch?v=Ul3c8ph47So
আবীর