ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

কন্যা গানের জোয়ারে ভাসছেন তারা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২২ মার্চ ২০২৫

কন্যা গানের জোয়ারে ভাসছেন তারা

আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত যতগুলো সিনেমার গান প্রকাশিত হয়েছে তার মধ্যে ‘জ্বীন থ্রি’ সিনেমার কন্যা শিরোনামের গানটি তুমুল আলোচনায়।  মিডিয়া অঙ্গন থেকে শুরু করে সকল শ্রোতা-দর্শকের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘কন্যা’ গানটি। গত ১৭ মার্চ সন্ধ্যায় গানটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই   সংগীতপ্রেমী শ্রোতা-দর্শকের মন জয় করে নেয় গানটি। আর দিন যত যাচ্ছে এই গানের জনপ্রিয়তা ততই বেড়েই চলেছে। এই গান যে শুধু এবারের ঈদ উৎসবের গান, এমনটি নয়। এই গান যেন আগামী বৈশাখের বার্তাও বয়ে নিয়ে এসেছে। যে কারণে গানটি দেশের মানুষের  কাছে উৎসবের গানে পরিণত হয়েছে। অর্থাৎ উৎসব এলেই এই গান বাজবেই, এটা নিশ্চিত। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে ‘কন্যা’ গানের  জোয়ার বইছে।
এই গান ফেসবুকে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা, নন্দিত নায়িকা শাবনূরসহ অনেকেই  শেয়ার করেছেন একান্তই তাদের নিজেদের ভালোলাগা থেকে। যা ইতোপূর্বে কোনো গানের ক্ষেত্রে খুব কমই হয়েছে। যে কারণে এই গানের সঙ্গে সম্পৃক্ত শিল্পীরা সকলেই উচ্ছ্বসিত। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর গানটি গেয়েছেন কণা ও ইমরান। তারা দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী। এই গানে পারফর্ম করেছেন ‘জ্বীন থ্রি’ সিনেমার নায়ক সজল ও নায়িকা নুসরাত ফারিয়া। ‘কন্যা’ গানের  জোয়ারে উচ্ছ্বাসে  মেতে উঠেছেন কণা, ইমরান, সজল ও নুসরাত ফারিয়া। গানটি প্রসঙ্গে কণা বলেন, গত বছর আমার দুষ্টু কোকিল গানটি শ্রোতা-দর্শকের ভীষণ ভালোলাগায় পরিণত হয়েছিল। দেশের আনাচে-কানাচে ওই গান বেজেছে। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামও গানটির প্রশংসা করেছিলেন।

×