
ছবি: সংগৃহীত
ঈদ মানেই শোবিজে নতুন সিনেমা, নতুন গান, দর্শকদের উৎসবের আমেজ। এবারের ঈদে নয় তার ব্যতিক্রম। আসন্ন ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিনেমাই মুক্তি পেতে চলেছে। যার মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ছবি ‘জ্বীন ৩’। সম্প্রতি ছবির পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে।
জীবনের মানে কী সাংবাকিদের এমন প্রশ্নে সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, প্রতিদিন একটা হলেও ভাল কাজ করা। সেটা হতে পারে, আমি সেলুনে গিয়েছি যে মেয়েটা কফি এনে দিয়েছে তাকে চোখে চোখে তাকিয়ে থ্যাঙ্কস দেয়া, এটাও আমার কাছে লাইফ। সে সারাজীবন মনে রাখবে যে, আমি আপুকে কফি দিয়েছিলাম সে আমাকে এতো সুন্দর করে ধন্যবাদ দিয়েছে।
ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=899230495521329&rdid=tAtmT9EIjnc58s84
শিহাব