ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বিয়ের জন্য কোন জেলার ছেলেরা ভালো, প্রশ্নে যা বললেন ভাবনা

প্রকাশিত: ১৭:০৫, ২২ মার্চ ২০২৫

বিয়ের জন্য কোন জেলার ছেলেরা ভালো, প্রশ্নে যা বললেন ভাবনা

ছবি: সংগৃহীত

বিয়ের জন্য কোন জেলার ছেলেরা ভালো সাংবাদিকদের এমন প্রশ্নে সম্প্রতি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বলেন, একটা জেলার কথা যদি আমি বলি তারা আমার ফ্যান, তারা কষ্ট পাবেনা? কোন জেলায় বিয়ে করবেন না এমন প্রশ্নে তিনি বলেন, সেটা আমি কোনোদিন বলবো না। ভাবনা বলেন, আমি কাউকেই কষ্ট দিতে চাই না। কখনই না, আল্লাহ যে জেলায় রাখছে সে জেলায়।

ভাবনা বলেন,আমি ঢাকাইয়া, আমার মা ঢাকাইয়া, আমার বাবা হচ্ছে রংপুরের। তাই আমি বলবো উত্তরবঙ্গ বা পুরান ঢাকা।

ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, এখন বড়পর্দারও অভিনেত্রী। ‘নট আউট’ নাটকের মধ্যদিয়ে শোবিজে পা রাখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাম লিখিয়েছেন সিনেমাতেও। ‘ভয়ংকর সুন্দর’র মধ্যদিয়ে সিনেমায় তার আত্মপ্রকাশ। বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে চলেছেন আশনা হাবিব ভাবনা। 

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=630897326366973&rdid=WnJIwlnlK6dizxaq

শিহাব

×