
এক লাখ টাকার বান্ডিল ছাড়া ঈদ সালামি নেই না বলে মন্তব্য করেছেন সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী তার নতুন ছবির কথাসহ নানা বিষয়ে কথা বলেছেন।
মিষ্টি জান্নাত বলেন, ঈদসালামি অনেক পেয়েছি। এক লাখ টাকার বান্ডিল ছাড়া ঈদসালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি ঈদে গিফট পাই পরিবার থেকে, বন্ধুদের থেকে। আর ঈদে পছন্দের মানুষকে সবসময় গিফট করা হয়।
নায়িকা আরো বলেন,অলরেডি ডুবাই থেকে শফিং করা হয়ে গেছে কত টাকা হয়েছে আমি জানি না।বিগ বাজেটের সিনেমায় ইতোমধ্যে সাইনিং হয়ে গেছে উল্লেখ করে মিষ্টি আরো বলেন, সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুটি সিনেমা সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে, প্রযোজককে বলেছি— যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।
টাকার অভাবের কথা উল্লেখ করে নায়িকা আরো বলেন, ট্রাম্পেরও টাকার অভাব আছে, আমারও আছে।
উল্লেখ্য নায়িকা মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন।
ফুয়াদ